ইসরাইলের একটি ড্রোন লেবাননের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে তৎপরতা চালাতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে ইহুদিবাদী সামরিক বাহিনী গতকাল রোববার জানিয়েছে। খবর ডেইলি স্টার লেবানন ও পার্স টুডে’র।
ইসরাইলি বাহিনী দাবি করছে, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে কোনও ধরনের তথ্য ফাঁস হয়ে যায়নি। এদিকে ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে- প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।
এর আগে গতকাল দিনের প্রথম ভাগে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইসরাইলের কয়েকটি ড্রোন দেশের দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং ২ দিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে। ইসরাইল বলছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এরপর লেবাননের আকাশসীমায় ইসরাইলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর বের হলো।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/