তৃতীয় দফায় টানা পাঁচদিন বাড়ার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ধীর গতিতে কমতে শুরু করেছে। তবে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ফলে, এখনও বিপাকে জেলার প্রায় সাড়ে ৩ লাখ বানভাসি মানুষ।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, ‘গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন জেলার ৭ উপজেলার নিম্নাঞ্চলের আড়াই শতাধিক গ্রামের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।’
তিনি জানান, ‘এখন পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এসব অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অপরদিকে যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন শতাধিক পরিবার।’
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/