রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।
আহতদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও আরেকজনকে চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ালিদ হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে পল্লবী থানা পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র, একটি ওয়েটমেশিন ও কিছু মালামালসহ কয়েকজন সন্ত্রাসীকে আটক করে।
তিনি বলেন, মালামালগুলো ডিউটি অফিসারের রুমে ছিল। আজ সকালে সেই মালামালগুলোর মধ্যে থেকে ওয়েট মেশিনটি বিস্ফোরিত হলে থানার চার পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/