বিগত সাড়ে তিন মাসের ভেতর চীনে এই প্রথম শতাধিক ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
চীনা ডেইলি জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের শরীরে করোনা পাওয়া গেছে।
করোনা প্রতিরোধে চীন নতুন করে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। তার ভেতর দিয়েই এই অবস্থা। এর আগে এপ্রিলের মাঝামাঝি শনাক্ত হয়েছিল ৬৮ জন। নতুন আক্রান্তদের অধিকাংশ শিনজিংয়ের। একজন বেইজিংয়ের।
চীনের দেয়া হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮৪ হাজার ৬০ জন নতুন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৪৪ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) সকাল আটটা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৩১৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৩০৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৬৩ হাজার ৪০৮ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৪ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৩২০ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৫ হাজার ৮৯৪ জন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/