জামালপুরের মেলান্দহে নৌকা ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঈদ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় মেলান্দহের ৮ জন মিলে একটি নৌকায় করে বন্যার পানিতে ঘুরতে বের হয়। রাত ৮টার দিকে গ্রামের বাগবাড়ি খালে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন মারা গেলেও স্থানীয়রা ৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। নিহতেরা হলেন, নূর নবী (২৮) ও শিশু দুই আছিয়া এবং তাহীম। তারা সবাই উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান রাতেই নিহতদের বাড়িতে যান এবং তাদের প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।
অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মমিন মিয়া নামের এক শ্রমিক রোববার পাট ধুতে গিয়ে বন্যার পানিতে ভেসে যায়। পরে সোমবার দুপুরে তার মরদেহ পাওয়া যায়।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/