পটুয়াখালীর বাউফলে রুবীনা আক্তার (২৫) নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধানদী গ্রামের মৃত. শাহজাহান ব্যাপারীর মেয়ে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশি কয়েকজন জানান, প্রেমের সম্পর্কে পাশের গলাচিপা উপজেলার এক তরুণের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল তার। বিয়েতে ছেলে পক্ষ নগদ তিন লক্ষ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করে রুবিনার পরিবার। এ নিয়ে বিরুপ কথাবার্তা হয় পরিবারের লোকজনের মধ্যে। সকালে সবার অগোচরে বসতঘরের পেছনের বারান্দায় আঁড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। আগের সেশনে স্থানীয় একটি মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে রুবিনা।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/