কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই করোনার বিভিন্ন উপসর্গ বহন করছিলেন।
এর মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ২ জন চিকিৎসাধীন ছিলেন। অন্য দুজন আইসিইউতে।
আজ মঙ্গলবার সকালে হাসপাতালের সহকারী সার্জন ডা. মারজানা আক্তার এ তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার নাঙ্গলকোটের হারুনুর রশিদ, বরুড়ার হালেমা এবং আইসিইউতে চৌদ্দগ্রামের তানজেবুন্নেসা ও আদর্শ সদরের গেলাম রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/