চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে সফুরা খাতুন (৫১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সফুরা উপজেলার উথলী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উথলী রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মৃতদেহ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সফুরা খাতুন উথলী রেল লাইনের ধারে ভেড়া চরাতে গেলে কয়েকটি ভেড়া রেললাইনের উপর ওঠে। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী আপ রুপসা একপ্রেস ট্রেনটি উথলী রেল স্টেশন এলাকা অতিক্রম করছিল।
ট্রেন দেখে ওই নারী লাইন থেকে ভেড়াগুলো নামাতে গেলে নিজেই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/