বন্যার পানি নেমে গেলেও খাদ্য সংকটে পড়েছেন দুর্গতরা।দেশের নদ-নদীর পানি কমতে শুরু করলেও বানভাসী মানুষের দুর্গোভ কমেনি।
ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জোয়ারের পানি বেড়িবাঁধের ওপর দিয়ে জেলা সদর, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। এতে দুর্ভোগে পড়েছে পানিবন্দি মানুষ।
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খায় পানি কমলেও নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এখনো পানিবন্দি ৪১ ইউনিয়নের মানুষ। শরীয়তপুরে পদ্মার পানি কিছুটা কমলেও শাখা নদীর মাধ্যমে এলাকায় প্রবেশ করা পানি এখনও কমেনি। দীর্ঘদিন পানিতে আটকে থাকায় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা।
কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও খাদ্য সংকটে পড়েছেন দুর্গতরা। হাতে কাজ না থাকায় অর্থ সংকটে পড়েছেন তারা। বন্যা পরবর্তী সময়ে ত্রাণ অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/