এবার শুল্কযুদ্ধে নামল কানাডা ও যুক্তরাষ্ট্র। করোনা মহামারির মধ্যেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার অ্যালুমিনিয়াম পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
সে পদক্ষেপের জবাবে কানাডাও শুক্রবার যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল। গত বছর প্রতিবেশী দেশ দুটি একটি চুক্তিতে উপনীত হয়েছিল।
চুক্তি অনুযায়ী একে অন্যের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয়। গত সপ্তাহে ট্রাম্প কানাডার ওপর পুরনো সেই শুল্ক নতুন করে আরোপ করলেন। সূত্র : এএফপি।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/