কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা বিভিন্ন উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন থেকে মারা যান।
আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, ‘মৃতরা সবাই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’
মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল বারেক (৭০), সদরের সন্ধ্যা বনিক (৭৫), চাঁদপুরের কচুয়ার লাল মোহন সরকার। আর উপসর্গ নিয়ে মনোহরগঞ্জের মকবুল আহমেদ (৮০), চান্দিনার গোলাম মোস্তফা (৫৪) ও চাঁদপুরের হাপানিয়ার সফিকুল ইসলামের মৃত্যু হয়।
এদিকে কুমেক হাসপাতালে নতুন করে ২৪ জন ভর্তি হয়েছেন। এতে করে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৩৬ জনের পৌঁছেছে। এর মধ্যে ৭ মহিলাসহ আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/