আফ্রিকার চিকিৎসকেরা হুশিয়ার করে দিয়েছেন যে, করোনা মহামারীকে প্রাধান্য দেয়ার কারণে আফ্রিকায় ম্যালেরিয়া রোগে এ বছর দ্বিগুন লোকের মৃত্যু হতে পারে। এছাড়াও যক্ষা, এইডস’র মতো রোগেরও সংক্রমণ বৃদ্ধি পাবে বলে তারা আশংকা করছেন। খবর ভয়েস অব অমেরিকা’র।
চিকিৎসকেরা হুশিয়ার করে দেন যে, করোনা মহামারী সংকট ও লকডাউন জারী করার পর, যক্ষা, ম্যালেরিয়া ও এইডস রোগের বিরুদ্ধে কার্যক্রম ব্যাহত হয়েছে।
এইডস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সেলিম আব্দুল করিম বলেন, ‘স্বাস্থ্য কেন্দ্রে যেতে এখন রোগীরা ভয় পাচ্ছেন তাই রোগীদের সংখ্যা আমরা কমতে দেখেছি। এখন আমাদের গভীর উদ্বেগ যে, বহু বছরের সফলতা হয়তবা ম্লান হয়ে যেতে পারে।’
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/