বিক্ষোভকারীদের দিকে জ্বলন্ত সিগারেট নিক্ষেপ করেছেন ৫৪ বছর বয়সী শ্বেতাঙ্গ এক নারী। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের টেনেসির নাসভিলে শহরের ওই নারীকে টপলেস অবস্থায় আটক করা হয়।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় চিতকার-চেঁচামেচি এবং আপত্তিকর শব্দ ব্যবহারের পাশাপাশি অন্যদের দিকে জ্বলন্ত সিগারেট নিক্ষেপ করেছেন ওই নারী। প্রায় অর্ধনগ্ন অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।সূত্র : এবিসি নিউজ, নিইইয়র্ক পোস্ট
আটকের পর তাকে কারাগারে রাখা হয়েছে। জামিন চাইলে এক হাজার ডলার জমা দিতে হবে।
ওই নারী কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, সে ব্যাপারে দায়িত্বশীল কারো মন্তব্য জানা যায়নি। তবে মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্মমভাবে খুন হওয়ার জেরে কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে বিক্ষোভ চলছিল। ওই সময় পুলিশের অর্থায়ন বন্ধের দাবি জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা।
বৈশাখী নিউজ/ ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/