ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২ জন। সেই সাথে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ২৬ হাজার ১৯২ জনে। শনিবার (১৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত দেশে কোভিড-১৯’তে মোট ৪৯ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৯৬ জন। মৃত্যুর নিরিখে প্রথম পাঁচটি রাজ্য, মহারাষ্ট্র (১৯,৪২৭), তামিলনাড়ু (৫,৫১৪), দিল্লি (৪,১৭৮), কর্নাটক (৩,৭১৭) এবং গুজরাট (২,৭৪৬)।
ষষ্ঠ ও সপ্তম স্থানে অন্ধ্রপ্রদেশ (২,৪৭৫) এবং উত্তরপ্রদেশ (২,৩৩৫)। পশ্চিমবঙ্গ (২,৩১৯) মৃত্যু তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
ভারতে এই মুহূর্তে মোট অ্যাক্টিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ২২০। করোনা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৮ হাজার ৯৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭,৩৮১ জন।
শুরু থেকেই ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট আক্রান্ত ৫ লাখ ৭২ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার ২৪৫ জন। সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখন মোট আক্রান্ত ২ লাখ ৭৩ হাজার ৮৫ জন। সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে থাকা কর্নাটকে মোট আক্রান্ত ১ লাখ ১১ হাজার ১০৮।
তবে জুলাই থেকেই রাজধানী দিল্লিতে দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে বেশ খানিকটা লাগাম পড়েছে। রাজধানীতে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ২৮৭ জন।
সংক্রমণ তালিকার সপ্তমে থাকা পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৩৫৮ জন।
কোভিড-১৯ সংক্রমণের বিশ্ব তালিকায় এখন তৃতীয় স্থানে ভারত। আমেরিকা (৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬) এবং ব্রাজিলের (৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫) পরেই।
মৃত্যুর তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। সেখানে আমেরিকা (১ লাখ ৭১ হাজার ৫৩৫), ব্রাজিল (১ লাখ ৬ হাজার ৫৭১) এবং মেক্সিকো (৫৫ হাজার ৯০৮) রয়েছে প্রথম তিনটি স্থানে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/