করোনায় গত ২৪ ঘণ্টায় স্পেনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭১৫ জন। যা গেল দুই মাসের মধ্যে সর্বোচ্চ। খবর আল জাজিরার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নতুন করে ৩ হাজার ৭১৫ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১২৭ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৭৯৭ জন।
এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের ডাটা অনুযায়ী পশ্চিম ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ এখন স্পেনে।
যদিও দেশটি সম্প্রতি অ্যান্টিবডি টেস্ট শুরু করেছে তার করোনা রোগীদের মধ্যে। ইতোমধ্যে সেরা ওঠা রোগীদের মধ্যে ৬ হাজার ৬৭১ জনের অ্যান্টিবডি টেস্ট করেছে স্পেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/