ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম সপরিবারে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
আজ রোববার (২৩ আগস্ট) সকালে ধর্মসচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২২ আগস্ট) ধর্মসচিব নূরুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একান্ত সচিব বলেন, ‘শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন, তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই।’
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/