ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। ভেন্টিলেটরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আজ রোববার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবস্থা জানাতে প্রতিদিন বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন তাতে বলা হয়, ‘প্রণব মুখার্জির অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। ঐ ভাইটাল প্যারামিটার্স স্থিতিশীল।’
উল্লেখ্য, গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দিলে পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি হন। সেখানে মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় করোনাও ধরা পড়ে। সেই থেকেই হাসপাতালে ভেন্টিলেটরে রয়েছেন তিনি। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে তার।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/