ভারতে চলতি বছরের শেষ নাগাদ প্রথম করোনার ভ্যাকসিন বা প্রতিষেধক পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শনিবার (২২ আগস্ট) গাজিয়াবাদে একটি হাসপাতালের উদ্বোধনে এসে তিনি এ কথা জানান। খবর: এনডিটিভি।
মন্ত্রী হর্ষবর্ধন বলেন, আমাদের একটি করোনা প্রতিষেধকের তৃতীয়পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আমরা আত্মবিশ্বাসী যে এইবছর শেষের আগেই একটি করোনা প্রতিষেধক তৈরি করে ফেলতে পারবো।
‘এছাড়া আমি খুব খুশি যে ৮ মাসের যুদ্ধে ভারতে সুস্থতার হার সবচেয়ে ভালো, ৭৫ শতাংশ। ২২ লাখ ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও ৭ লাখ খুব তাড়তাড়ি সুস্থ হয়ে উঠবেন।’
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে করোনা লড়াই শুরু হয়েছিল পুনের একটি মাত্র করোনা পরীক্ষার ল্যাবরেটরি থেকে। এখন দেশে ১ হাজার ৫০০ পরীক্ষাগার রয়েছে।
তবে করোনার করাল থাবা দেশে যে হালকা হয়নি তার প্রমাণ মিলছে দৈনিক আক্রান্তের সংখ্যায়ই। দেশেটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯১২ জন মারা গেছেন।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৬ হাজার ৭০৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৫৮ হাজার।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/