রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে আরো ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সাহেদকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামমঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/