আফগানিস্তানে প্রবল বর্ষণে শিশুসহ অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। বুধবার ভোররাতে ওই ভারি বর্ষণ শুরু হয় চারিকার শহরে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, বর্ষণ যখন শুরু হয় তখন সবাই ঘুমিয়ে ছিলেন। তাই, কিছু বুঝে ওঠার আগেই অনেকের ঘরবাড়ি তছনছ হয়ে যায়। যার সংখ্যা অন্ততপাঁচ শতাধিক। এ ঘটনায় বিপুলসংখ্যক আহত ও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জীবিতদের সন্ধান ও উদ্ধারে অভিযান চালাচ্ছে দমকল বাহিনী। ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও খাদ্য নিশ্চিতে জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/