প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন মারা গেছেন। একই সময়ে রেকর্ড সর্বোচ্চ ৭৭ হাজার ২৬৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬১ হাজার ৫২৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন। সুস্থতার হার ৭৬ দশমিক ২৮ শতাংশ।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই মারা গেছে ২৩ হাজার ৪৪৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মারা গেছেন ছয় হাজার ৯৪৮ জন। তৃতীয় কর্নাটকে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। তবে দিল্লিতে মারা গেছেন চার হাজার ৩৬৯ জন।
এছাড়া অন্ধ্রপ্রদেশে (৩৬৩৩), উত্তরপ্রদেশে (৩২১৭), পশ্চিমবঙ্গে (৩০১৭), গুজরাটে (২৯৬২) জনের মৃত্যু হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/