যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ২ সেনা নিহত হয়েছেন। হেলিকপ্টারটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল। বিধ্বস্তের ঘটনায় আরও ৩ সেনা গুরুতর আহত হয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা’র।
দেশটির প্রতিরক্ষা দপ্তর গতকাল শনিবার জানায়, ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
গত মাসেও ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তে দ্বীপাঞ্চলীয় জলসীমায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি উভচর ট্যাংক প্রশিক্ষণ চলাকালে কয়েক শত ফুট পানির নিচে তলিয়ে যায়। এই দুর্ঘটনায় ৭ জন মেরিন সেনা ও ১ জন নাবিক প্রাণ হারান।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/