মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ কলেজছাত্র স্বাক্ষর দেবের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে লাখাইছড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে।
শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৯ আগস্ট) স্বাক্ষর দেব নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করা হয়। তখন থেকেই পুলিশ তাকে খুঁজতে শুরু করে। রোববার সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২নং সেকশন থেকে স্বাক্ষর দেবের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/