যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সেনা সমর্থনেও পিছিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাত্র ৩৭ দশমিক ৪ শতাংশ সক্রিয় সেনাসদস্য ট্রাম্পের পুনর্নির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ৪৩ দশমিক ১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।
মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট পরিচালিত নতুন জরিপ থেকে সোমবার এ কথা জানা গেছে।-খবর বাসসের
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ।
সম্প্রতি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কনভেনশন অনুষ্ঠিত হয়। তার আগে এ জরিপকাজ চালানো হয়। এতে অংশ নেন এক হাজার ১৮ সেনাসদস্য।
তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের সেনারা এ জরিপে অংশ নিয়েছেন। ফলে এ জরিপে পুরো সামরিক বাহিনীর ভাবনার প্রতিফলন ঘটেছে বলে মিলিটারি টাইমসে উল্লেখ করা হয়েছে।
যদিও ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করেছিলেন। তিনি পেন্টাগনের বাজেট বাড়িয়ে দেয়ার কথাও বলেছিলেন।
কিন্তু পেন্টাগনের নেতৃত্ব নিয়ে বারবার বিতর্কের কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/