মালির তেসালিত এলাকায় অভিযান চালাতে গিয়ে দুই ফরাসি সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এসব সেনা হতাহত হন।
মালির উত্তরাঞ্চলীয় এ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটিতে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্সের সেনারা।
সেনা নিহত হওয়ার পর তাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
২০১২ সাল থেকে দেশটিতে বিদ্রোহী গেরিলারা সহিংসতা চালিয়ে আসছে। বতর্মানে বেশিরভাগ এলাকা গেরিলাদের নিয়ন্ত্রণেই রয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ২০১৩ সালে মালিতে সেনা পাঠায় ফ্রান্স। সেখানে এ পর্যন্ত ৪৫ জন ফ্রেঞ্চ সেনা নিহত হয়েছেন।
গেল ১৮ আগস্ট আফ্রিকার দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা।
এর পর থেকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য মালির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে আসছে ফ্রান্স। খবর এএফপি
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/