বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার ইতালিয়ান ফুটবল ক্লাব নাপোলির সভাপতি করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ পায়।
নাপোলির সভাপতি অরেলিও ডি লৌরেনতিস বুধবার মিলানে সিরি আ'র এক সভায় যোগ দেন। একদিন পরেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পেলো।
সম্প্রতি নাপোলির খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে প্রাক-মৌসুমের অনুশীলনে দেখা করেছেন নাপোলির সভাপতি। তাই এখনও নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না, খেলোয়াড় কিংবা কোন কোচিং স্টাফদের কাছ থেকে তিনি আক্রান্ত হয়েছেন কিনা। কিংবা দলের অন্য কেউ আক্রান্ত হয়েছে কিনা সেটিও এখনো জানা যায়নি।
বর্তমানে আইসোলেশনে আছেন নাপোলি সভাপতি অরেলিও। এছাড়া নাপোলির পুরো দল ও স্টাফদেরকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/