দিল্লির সফদরজং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। চিকিত্সারত রোগীরা নিরাপদে আছেন কি না, তা জানতে ভিড় জমান উদ্বিগ্ন আত্মীয়রা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুরে সফদরজং হাসপাতালের বিল্ডিং-এর ভেতর থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই হইচই শুরু হয়ে যায় হাসপাতাল জুড়ে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে ওই বিল্ডিং সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। আবর্জনার স্তূপ থেকে আগুন লেগেছিল বলে মনে করা হচ্ছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
সফদরজং হাসপাতাল কভিড রোগীদের চিকিত্সার জন্যও নির্ধারিত। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র : ইন্ডিয়া টাইমস।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/