কানাডার রক্ষণশীল বিরোধী দলীয় নেতা ইরিন ও’টলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার দপ্তর এ কথা জানায়। ফেডারেল পার্টির আরেক নেতার কোভিড-১৯ পজিটিভ হওয়ার এক দিন পর তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ও’টলি ও ব্লক কুইবাকোইস নেতা ইভেস-ফ্রাঙ্কোইস ব্লানচেট উভয়ই ‘ভাল অনুভব’ করছেন এবং তারা সেলফ-আইসোলেশনে রয়েছেন। এ দুই নেতা কোভিড-১৯ আক্রান্ত স্টাফদের সংস্পর্শে এসেছিলেন।
ও’টলি জানান, তার স্ত্রী ও শিশু করোনায় আক্রান্ত না হওয়ায় তিনি অনেক স্বস্তি বোধ করছেন। (বাসস)
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/