সুখবর দিলেন মার্কিন ফ্যাশন মডেল গিগি হাদিদ ও ব্রিটিশ সঙ্গীতশিল্পী জায়ান মালিক। তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন জায়ান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জায়ান লিখেছেন, এই আমাদের ছোট কন্যা, সে স্বাস্থ্যবান এবং ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা ভাষায় বর্ণনা করা কঠিন। ক্ষুদ্র এ মানুষটির জন্য আমি যে ভালোবাসা অনুভব করছি তা আমার নিজেরও উপলব্ধির বাইরে। তার সঙ্গে পরিচিত হতে পেরে কৃতজ্ঞ, সে আমারই সন্তান এটা বলতে পেরে আমি গর্বিত, সামনের সময়গুলো আমরা যে একসঙ্গে কাটাতে যাচ্ছি তার জন্য কৃতজ্ঞ।
গিগি হাদিদ ইনস্টাগ্রামে লিখেছেন, পৃথিবীতে আমাদের সাথে আমাদের কন্যাও এসে যোগ দিয়েছে এই সপ্তাহে। এরইমধ্যে সে আমাদের পৃথিবীটাকেই পরিবর্তন করে দিয়েছে।
২০১৫ সালে থেকে সম্পর্কে রয়েছেন গিগি ও জায়ান। গত এপ্রিলে খবর চাউর হয় প্রথম সন্তান আসছে তাদের সংসারে। পর গিগি হাদিদ বিষয়টি জনসম্মুখে স্বীকার করে নেন। সূত্র: ডেইলি মেইল
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/