ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
ইউক্রেনের পূর্বদিকের শহর খারকিভের কাছে নামার সময় অ্যান্টোনোভ-২৬ নামের প্লেনটি বিধ্বস্ত হয়।
খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার সময় বিধ্বস্ত হয় প্লেনটি।
জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ প্রশিক্ষণ ফ্লাইটে ২৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। দু'জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন তিনজন। নিখোঁজ তিনজনের সন্ধানে অভিযান চলছে। দুর্ঘটনার কারণও অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার তিনি দুর্ঘটনাস্থলে যাবেন এবং প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করবেন।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/