ঢাকার নবাবগঞ্জে পানিতে ডুবে মাহিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর গ্রামে এ ঘটনা ঘটে। মাহিয়া ঐ গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, মাহিয়া তার বড় বোনের সঙ্গে খালের পাড়ে মসজিদের ঘাটে গোসল করতে যায়। মাহিয়াকে সেখানে বসিয়ে রেখে বড় বোন খালের মধ্যে থাকা ড্রেজারে উঠে গোসল করতে থাকে। এসময় মাহিয়া খেলতে খেলতে পানিতে পড়ে ডুবে যায়। সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন টিপু বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. মহিদুল ইসলাম জানান, এখনো কেউ শিশুটির মৃত্যুর ঘটনাটি পুলিশকে অবগত করেনি।
বৈশাখী নিউজ/ ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/