নিজেদের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া বার্সা পাঁচ মৌসুম পর সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছে।
সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড নেয় বার্সেলোনা। ১১ মিনিটে কাতালান জায়ান্টদের লিড এনে দেন হালের সেনসেশন আনসু ফাতি। ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার ক্লেমন লেংলে।
১০ জনের দলে পরিণত হলেও ৫১ মিনিটে দ্বিতীয় গোল পায় বার্সা। মেসির পাস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন সেল্টার লুকাস ওলাজ। ম্যাচের ইনজুরি সময়ে তৃতীয় গোল পায় মেসির দল। এবার স্কোর শিটে নাম তোলেন সার্জিও রবার্তো।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/