রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে সেলিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নারীর আত্মীয় আকিজুল ইসলাম বলেন, সেলিনা বেগম সম্পর্কে তার চাচী। তার চাচার নাম এসএম ওবায়দুল্লাহ। তারা চার সন্তান নিয়ে কামরাঙ্গীরচর হুজুরপাড়া আমির হামজা রোড নুরজাহান স্কুলের পাশে নিজের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, নিহত সেলিনার গলায় ধারালো অস্ত্রের আঘাতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/