চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার সন্ধ্যায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, গোবিন্দপুর গ্রামের মৃত হিপাত মোল্লার ছেলে ইয়ার আলী (৫০) ও তার স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল জানান, রবিবার সারাদিন ইয়ার আলী দম্পতিকে বাইরে দেখতে না পেয়ে সন্ধ্যায় ঘরের জানালা দিয়ে তাদের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে শনিবার রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে ভেতরে রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনার আলামত সংগ্রহ চলছে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/