সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন পুরান।
বিধ্বংসী মেজাজে এদিন দু'টি চার এবং ছটি ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করেন নিকোলাস পুরান। এর আগে ২০২০ সালের আইপিএলে রাজস্থান রয়ালসের সঞ্জু স্যামসন ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এদিন সঞ্জুকে ছাপিয়ে গেলেন পুরান।
তবে আইপিএলের ইতিহাসে অবশ্য দ্রুততম হাফ সেঞ্চুরির নজির রয়েছে কে এল রাহুলের। ২০১৮ সালের আইপিএলে দিল্লির বিরুদ্ধে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/