সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে (২০) গণধর্ষণের অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে ।
ধর্ষণকারীরা মোবাইল ফোনে গণধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।
বুধবার দিবাগত রাতে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া ও মিরপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- সাইফুল ইসলাম (১৮), অন্তর মিয়ার (১৯), জ্যোতি সাহা (২০), পাপ্পু সাহা (১৯) ও মিলন (২১)।
এছাড়া রতন সাহা (২৩)ও উজ্জল মিয়া (২০) নামে আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইফুল জন্মদিনের কথা বলে ওই নারীকে ডেকে নেয়। পরে তাকে আশুলিয়ার রুস্তমপুর এলাকার জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে। গণধর্ষণের সেই ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে অভিযুক্তরা।
গৃহবধূর অভিযোগ, হাত-পা ও মুখ চেপে ধরে রতন তার সঙ্গীরা তাকে গণধর্ষণ করে ও মোবাইল ফোনে ভিডিও ফুটেজ ধারণ করে।
আশুলিয়ার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এরই মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তবে ভিডিও ফুটেজ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান চলছে।
তিনি জানান, তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ধর্ষিতা ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/