ইসরাইলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনি যুবক মেহের আল-আখরাস দখলদার বাহিনীর অবৈধ আটকাদেশের বিরুদ্ধে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।
হাসপাতালে মুমূর্ষু স্বামীর সঙ্গে তার স্ত্রী তাগরিদ আল-আখরাসও আমরণ অনশন শুরু করেছেন।
জুলাইয়ের শেষের দিকে মেহেরকে আটক করেন ইসরাইলি সেনারা। ৭৬ দিন ধরে তাকে জোর করে আটক রাখার প্রতিবাদে অনশন চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি মুমূর্ষু অবস্থায় তাকে তেলআবিবের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও কোনো ধরনের ভিটামিন বা সাপ্লিমেন্টও তাকে খাওয়ানো যাচ্ছে না।
ফলে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্বামীর মুক্তির দাবিতে তাগরিদও হাসপাতালে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/