রংপুরে স্থানীয় এলাকাবাসী পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাহিদার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম নীলকন্ঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে সাহিদার রহমানকে আটক করেছে। আটক সাহিদার ওই এলাকার মৃত নছর মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার এক মাছ ব্যবসায়ীর শিশু কন্যাকে পাশের একটি ফুলের নার্সারিতে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সাহিদার। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারসহ সাহিদারকে বিবস্ত্র করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজনু মিয়া জানান, সাহিদারকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/