আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট। নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি ও সাভারসহ সারাদেশে ক্রমবর্ধমান নারী ধর্ষণ-নির্যাতন ও খুনের বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনা এবং আইনের সংশোধনসহ নারীর নিরাপত্তা-মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় আজ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে আজকের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে জোটের শরিক দলগুলোর নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/