ইলিয়াস নামের এক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আদমপুর এলাকায় আজ রোববার রাত ৮টায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক ইলিয়াস বন্দরের জিওধারা চৌরাস্তা এলাকার মজিবর মিয়ার ছেলে। তিনি ‘দৈনিক বিজয়’ পত্রিকায় কাজ করতেন। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/