আইনজীবী ইউনুস আলী আকন্দকে সুপ্রিমকোর্ট নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় তিন মাসের জন্য দুই বিভাগে প্র্যাকটিস করার উপর আপিল বিভাগ নিষেধাজ্ঞা জারি করেছে ।একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল খাটতে হবে।
আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
গেলো মাসে আইনজীবী ইউনুস আলী আকন্দ সুপ্রিমকোর্ট ও বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পরে তাকে তলব করে আপিল বিভাগ। আদালতে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে এই সাজা দেয়া হয়। ফেসবুকের পোস্ট আমলে নিয়ে দেশে এটি প্রথম সাজা দেয়ার ঘটনা।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/