বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ছাড়ালো। আক্রান্ত ৩ কোটি ৮০ লাখের বেশি। গেলো ২৪ ঘণ্টাতেই ৩৭শ’র বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় পৌনে ৩ লাখ।
সোমবারও দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে ছিল ভারত। নতুন করে ৭ শতাধিক মৃত্যু রেকর্ড হওয়ায় দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ১০ হাজার ছুঁইছুঁই করছে। আক্রান্ত পৌনে ৭২ লাখের মত।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। দেশটিতে করোনায় মারা গেছেন ৩শো’র বেশি মানুষ। এ পর্যন্ত মহামারিতে ২৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন দেশটিতে।
যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি অনেকটা কমে এলেও মোট মৃত্যু ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ৮০ লাখের মতো। নতুন সংক্রমণ ও মৃত্যু- দুইই কমেছে ব্রাজিল, মেক্সিকোতে। ব্রাজিলে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু ১ লাখ ৫১ হাজারের মতো; মেক্সিকোতে ৮৪ হাজার।
বৈশাখী নিউজ/জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/