ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা জব্দ করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এভসেক। গার্মেন্টস পণ্যের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা ছিল।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ- উল আহসান আজ শুক্রবার সকালে এ কথা জানান। তিনি বলেন, রপ্তানি কার্গোর নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরের এভসেক সদস্যরা গার্মেন্টস পণ্যের সঙ্গে আনুমানিক ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করেন।
গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এই চালান কোথায় যাচ্ছিল বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/