ভারতের উত্তরপ্রদেশে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে ক্ষমতাসীন বিজেপির এক নেতা খুন হয়েছেন।
শুক্রবার রাতে ফিরোজাবাদ জেলায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।
নিহতের নাম ডিকে গুপ্তা। তিনি ছিলেন মণ্ডলের সহসভাপতি।
পুলিশ জানিয়েছে, লোকাল মার্কেটে ডিকে গুপ্তার একটি দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় গুলি চালায় তিন দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত বিজেপি নেতার পরিবার পুলিশের কাছে সন্দেহভাজন কয়েক জনের নাম দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কয়েক দিন আগে টিটাগড় থানার সামনে খুন হন বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লা।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/