মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে গত শুক্রবার সকালে অভিযান চালিয়ে অপহৃত ও গন ধর্ষণের শিকার গৃহবধূকে (২৮) উদ্ধার করেছে র্যাব-৮। এ সময় ধর্ষণে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মাদারীপুর শহরের পানিছত্র এলাকার আ. লতিফ বেপারীর ছেলে ফারুক হোসেন বেপারী (৪৬), মহিষেরচর গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯) ও বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮)। র্যাব-৮ শুক্রবার রাতে প্রেস রিলিজে জানায়, আটক তিনজন ১৩ অক্টোবর ওই গৃহবধূকে অপহরণ করে কলাগাছিয়ায় ভাড়া বাসায় আটকে রেখে ১৬ অক্টোবর পর্যন্ত ধর্ষণ করেন। ভুক্তভোগী কৌশলে বিষয়টি শুক্রবার সকালে র্যাব-৮-কে জানান। ভুক্তভোগী ও আটককৃতদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ভুক্তভোগী থানায় মামলা করেন।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/