চীনের চিংদাও শহরে হিমায়িত মাছের প্যাকেটে জ্যান্ত করোনাভাইরাস মিলেছে ।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামুদ্রিক মাছের প্যাকেটের বাইরের অংশে ভাইরাস পাওয়া গেছে। হিমায়িত পণ্যে জীবিত করোনাভাইরাস পাওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম।
চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে ইয়ন নিউজ আরও জানায়, বন্দরনগরী চিংদাও-এ আমদানী করা ওই মাছের চালানে করোনা পাওয়া গেছে। ২২টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে বলে জানায় সিডিসি।
চীনে করোনা মহামারী অনেকটা নিয়ন্ত্রণে এলেও চিংদাও নগরীতে সম্প্রতি নতুন করে সংক্রমণ হচ্ছে। কীভাবে ভাইরাসটি আসছে, তা তদন্ত করতে অনেকটগুলো টিম কাজ করছে মাঠে। টাইমস অব ইন্ডিয়া
বরফ-ঠাণ্ডা পণ্যে করোনার সন্ধান পাওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ অনেকটাই নিশ্চিত হয়েছে, এভাবেই নতুন করে রোগের বিস্তার ঘটছে। তবে এই সংক্রমণের হার খুব বেশি নয়।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/