বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।পুঁজিবাজারের উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে দু'পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ।
এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হবে। ওই বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হবে।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/