চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আগামী ২৪ অক্টোবর । এই দিনটি উদযাপনের জন্য তিনি এ বছর ব্যাপক আয়োজন করেছেন বলে জানা গেছে। পরীমনি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এবার তিনি কেক কাটবেন একটি পাঁচ তারকা হোটেলে এবং আয়োজন করেছেন প্রায় চারশ’ অতিথির। এবার তিনি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রেস কোডের থিম নির্বাচন করেছেন সবুজ।
ইতোমধ্যে নিমন্ত্রণের এসএমএসও যেতে শুরু করেছে। এসএমএস পাওয়া একজন বললেন, ‘নিমন্ত্রণপত্রটিও করা হয়েছে চমৎকার।’ পরীমনির এই জন্মদিনটি নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যেও বেশ আগ্রহের সৃষ্টি করেছে। তাদের আলোচনা থেকেই সেটা বুঝা যায়। একটি সূত্র জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে জন্মদিনটা শুরু করবেন। তাদের মাঝে উপহার ও খাবার বিতরণ করবেন।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/