গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় গার্মেন্টসের একটি পোশাকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকার বাসিন্দা আরিফ হোসেন তার টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ গুদাম হিসেবে ভাড়া দেন।
গুদামগুলোতে গার্মেন্টসের স্টক লটের পোশাক রাখা হয়েছিল। রাতে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই পাঁচটি গুদামসহ ও বাড়ির আরও দু’টি কক্ষ পুড়ে গেছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/