করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বাসায় ফিরেছেন। তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা ইসলামও করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁরা হাসপাতাল ছাড়েন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র আতিকুল সপরিবারে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, হাসপাতালে থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/